সেলফি তোলার অঝুহাতে কংগ্রেস নেতাকে ছুরি চালালো ক্যান্টিন কর্মী

jagmohon.jpgনিজস্ব সংবাদদাতা: আজ বিশাখাপত্তনম বিমানবন্দরে ওয়াই এস আর কংগ্রেস নেতা ৪৫ বছরের জগনমোহন রেড্ডিকে শ্রীনিবাস নামক এক ক্যান্টিন কর্মী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে তাঁর সঙ্গে সেলফি তুলতে জগনমোহন রেড্ডিকে অনুরোধ করে। জগনমোহন রেড্ডিকে রাজি না হওয়াতে জোর করে তাঁর সঙ্গে সেলফি তলার ছলে ওই কর্মী জগনমোহন রেড্ডির বাম কাঁধে ছুরিকাঘাত করে আহত করে। শ্রীনিবাস যে অস্ত্রের দ্বারা ওয়াই এস আর কংগ্রেস নেতাকে আঘাত করে সেটি মূলত মুরগি লড়াই এ ব্যবহার করা ছোট্ট ব্লেড। জগনমোহন রেড্ডির আঘাত অতটা গুরুতর না হলেও প্রশ্ন উঠে গেল বিশাখাপত্তনম বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। (ছবি সৌজন্যে গুগুল)

%d bloggers like this: