নিজস্ব সংবাদদাতা, কলকাতা, নিজস্ব চিত্র: সাঁতরাগাছির মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে ভারতীয় রেল একটি কমিটি গঠন করেছে। এর নেতৃত্ব দেবেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রধান। ২৩ অক্টোবর সন্ধ্যায় সাঁতরাগাছির রেল ওভারব্রীজে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে দু’জন প্রাণ হারান এবং আহত হন ১২ জন। রেল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার সব খরচ বহন করছে। চার সদস্যের এই কমিটি দুর্ঘটনার কারণ তদন্ত করবে। ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন সংক্রান্ত যে অভিযোগ রয়েছে, কমিটি তাও খতিয়ে দেখবেন বলে সংবাদে প্রকাশ।