গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে নবরূপে সাজানোর উদ্যোগ

gonga.jpgপল মৈত্র, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব চিত্র: হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, বসার ব্যবস্থাও নেই। ফলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সবসময় ভালো পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ। বহুদিন ধরেই হাসপাতালে ভালো ও সঠিক পরিষেবার দাবি জানিয়ে আসছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষজন। সেই কারণে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র নিজের উদ্যোগে হাসপাতালকে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। গঙ্গারামপুর পৌরসভার কালদিঘি এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সুপার স্পেশালিটি হাসপাতাল। দূর দূরান্ত থেকে চিকিৎসার আশায় বহু লোকজন আসেন এই হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেই বসার, বিশ্রাম নেওয়ার ভালো ব্যবস্থা। ৫ তলা বিল্ডিংয়ের এই হাসপাতালে সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত রোগী ও তার পরিবারের লোকজন। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে অন্যান্য সব রকম পরিষেবা যেন বিভিন্ন রোগী ও তার আত্মীয় পরিজনরা পান,  সে কথা মাথায় রেখে হাসপাতালের বাইরে বসার জায়গা, পানীয় জল এবং বিভিন্ন রোগীর আত্মীয় পরিজন যেন থাকতে পারে তার জন্য ঘরের ব্যবস্থা সহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করছেন বলে জানান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এই বিষয়ে এরিয়া কমিটির সেক্রেটারি অচিন্ত্য চক্রবর্তী বলেন, হাসপাতালকে সাজানোর কথা তো অনেকদিনের পুরানো। সবার আগে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হোক। বসার জায়গা,  ভালো বাথরুম পরিষেবা সহ আরও অন্যান্য পরিষেবার উপর কাজ করা হোক। কতদিন ধরে মানুষ ভালো চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে। গঙ্গারামপুরের মানুষ সহ আরও অন্যান্য জায়গা থেকে আসা মানুষজন যেন চিকিৎসা পরিষেবা ভালো পান। প্রশান্তবাবু জানান, পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের উন্নতির ও নতুন করে এই হাসপাতালকে সাজিয়ে তুলতে আগামী মাস থেকেই কাজ শুরু হবে।

%d bloggers like this: