নিজস্ব সংবাদদাতা, নিজস্ব চিত্র : পোশাক ও গয়নার প্রতি মহিলাদের আকর্ষণ চিরকালীন। নিত্যনতুন স্টাইলের পোশাক ও ঐতিহ্যশালী রকমারী গয়নায় নিজেদের সাজিয়ে তুলতে সকলেই চান। আর এই বিষয়ে সকল মহিলাই এক। বিশেষ করে উত্সবের মরশুমে নারী সদাই চান নিজেকে অন্যের চোখে অপরূপা করে তুলতে। আর এই বিষয়টিকে মাথায় রেখে কলকাতার এক অভিজাত হোটেলে লোপামুদ্রা মণ্ডল দুর্গাপূজা ও দেওয়ালি’র উত্সবের মরশুমের বাজারে পোষাক আর গয়নার এক বিপুল সম্ভার নিয়ে আয়োজন করেছিলেন একটি দৃষ্টিনন্দন প্রদর্শনীর। এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল রাজ্যের নানা প্রান্তের ফ্যাশন ডিজাইনার ও গয়না প্রস্তুতকারীরা। একদিনের এই প্রদর্শনীতে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কনীনিকা ব্যানার্জী।