ইয়ুথ ক্লাব এর এবারের থিম পরিবেশ

yout1পল মৈত্র, গঙ্গারামপুর,  দক্ষিন দিনাজপুর, ছবি পল মৈত্র: গঙ্গারামপুরের অন্যতম ক্লাব ইয়ুথ ক্লাব। গঙ্গারামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে ইয়ুথ ক্লাবের পুজো প্রতিবছর জেলার মধ্যে অন্যতম এক স্থান করে নেয়। এই বছর তাদের পুজোর থিম পরিবেশ। মূলত, আজকের সময়ে ক্রমাগত পরিবেশ যে ভাবে দূষিত হয়ে পড়ছে, তারই হাত থেকে জনসাধারনকে রক্ষা করতে এবং সকলকে সচেতন করতেই তারা এই বছর তাদের পুজোর থিম পরিবেশ করেছেন বলে জানলেন ইয়ুথ ক্লাবের যুগ্ম সম্পাদকের মধ্যে অন্যতম সম্পাদক তুষাণ কর্মকার। তুষাণ বাবু জানান গত বছরের ভয়াবহ বন্যার রেশ তারা এখনও কাটিয়ে উঠতে পারেন নি, আর সেই বন্যা সময়ে তাদের ক্লাব যেভাবে অর্থ, বস্ত্র, খাদ্য দিয়ে বানভাসী মানুষজনদের উদ্ধার করেছেন তাতে তারা আপ্লুত। তারা মনে করেন এইভাবে মানুষের পাশে থাকাই আসল পুজো। আর কিছুটা সেই কারণে তাদের এই বছরের পুজোর বাজেট তারা কিছুটা কমিয়েছেন। তাদের এই বছরের পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা। এই বছর তাদের পুজোর অন্যতম বৈশিষ্ট চন্দননগরের আলোকসজ্জা। youthচন্দননগরের আলোর যাদুগরদের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে গঙ্গারামপুরের ইয়ুথ ক্লাবের পুজো মন্ডপ ও সংশ্লিষ্ট এলাকা। আগামীকাল ষষ্ঠী, মায়ের বোধন, আর এই বোধনেই ইয়ুথ ক্লাবের এই বছরের পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে জেলা তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র’র হাত দিয়ে। উদ্বোধনে উপস্থিত থাকবেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সভাপতি ললিতা রায়, গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা রঙের, নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চমীর বিকাল থেকেই ভিড় উপচে পড়ছে এই ক্লাবের মন্ডপে। আশা করা যাচ্ছে এই বছরও জেলায় অন্যতম স্থান করে নেবে গঙ্গারামপুরের ইয়ুথ ক্লাবের দুর্গাপূজা

%d bloggers like this: