রেলকর্মীদের জন্য উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস

werailনিজস্ব সংবাদদাতা, ছবি সৌজন্যে পিআইবি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০১৭-১৮ বর্ষের জন্য রেলকর্মীদের ৭৮ দিনের বেতনের সমপরিমাণ উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে গত 10 অক্টোবর। আরপিএফ/ আরপিএসএফ বাদে সমস্ত নন-গেজেটেড রেলকর্মী এই বোনাস পাবেন। এর জন্য রেলের ২০৪৪.৩১ কোটি টাকা ব্যয় হবে। মাসিক সাত হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মীরা এই বোনাস পাবেন। এর ফলে এক একজন কর্মী সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পর্যন্ত পাবেন। প্রায় ১১.৯১ লক্ষ রেলকর্মী উপকৃত হবেন এর ফলে। দশেরা/ পূজার সময় প্রতি বছর এই বোনাস দেওয়া হয়ে থাকে। এ বছরের উৎসবের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংবাদে প্রকাশ। এর ফলে, রেলকর্মীদের কাজকর্মে উৎসাহ দানের মাধ্যমে রেলের কাজের সার্বিক উন্নতিও ঘটবে বলে আশা করা হচ্ছে। (সংবাদ সূত্র-পিআইবি)

%d bloggers like this: