গঙ্গার প্রবাহ বিষয়ে খসড়া গঙ্গা আইন

NITINGADনিজস্ব সংবাদদাতা, ছবি সংবাদ প্রতিখন ফাইল : কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন অংশে গঙ্গার প্রবাহ পথে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম জলপ্রবাহ বজায় রাখার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ১০ই অক্টোবর। প্রত্যাশিত পরিবেশগত গুণমান বজায় রাখার স্বার্থে নদীর ন্যূনতম জলপ্রবাহকে ‘পরিবেশগত প্রবাহ’ বলা হয়ে থাকে। কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গার পুনরুজ্জীবন মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেছেন, গঙ্গা নদীর অবিরল ধারা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্মল এবং অবিরল গঙ্গার প্রতি সরকারের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে মন্ত্রী জানান যে, একটি খসড়া ‘গঙ্গা আইন’ কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, যে গঙ্গার পরিবেশগত প্রবাহ বিষয়ে দীর্ঘ সময় ধরে আলাপ-আলোচনা হয়েছে। নদীতে ন্যূনতম জলপ্রবাহ বজায় রাখার স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে শ্রী গড়করি বলেন। (সংবাদ সূত্র-পিআইবি)

%d bloggers like this: