ক্রিকেটের ময়দান কাঁপানোর পর যথারীতি রাজনীতির সমরেও তিনি যেমন সফল, তেমনি তিনি সমানভাবে দক্ষ সুরের দুনিয়ায়। তিনি আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষী রতন শুক্লা। দুর্গাপুজো বাংলা তথা সারা ভারতের সর্বশ্রেষ্ঠ উত্সব। এই উত্সবের প্রাক্কালে লক্ষী রতন শুক্লার সংগীতের প্রতিভা প্রকাশ পেল সর্বসাধারণের সামনে। আস্ত একটা মিউজিক ভিডিও তিনি লঞ্চ করলেন ৯ অক্টোবর হাওড়ার এক হোটেলে। সুদীর্ঘ কাল হাওড়ার এক প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপূজা বন্ধ থাকার খবর পেয়ে মন্ত্রী মহোদয় নিজেই সদিচ্ছা প্রকাশ করেন ওই বাড়িটির পূজা পুনরায় শুরু করতে। ওই বাড়িটিকে নতুন রূপে সাজিয়ে তুলে ওখানেই তার এই মিউজিক ভিডিও’র শুটিং করা হয় বলে মন্ত্রী জানান। শুধুমাত্র খেলার মাঠ বা রাজনীতির ময়দানে তিনি যে স্বচ্ছন্দ তা নয় ‘বলো দুর্গা দুর্গা/জয় দুর্গা দুর্গা’ শীর্ষক এই মিউজিক ভিডিওর মাধ্যমে এটাও পরিস্কার লক্ষী রতন শুক্লা একজন সফল সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে মেলে ধরতেও সক্ষম।