বুঝিনি এমন হবে’র পোস্টার লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার এক ক্লাবে ৯ অক্টোবর সন্ধ্যায়। পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন ছবিটির অন্যতম অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সহ অভিনেতা সুমিত সমাদ্দার, পরিচালক চিণ্ময় দাস, প্রযোজক গোপাল কৃষ্ণ সাহা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবিটি। এদিন যদিও বুঝিনি এমন হবে’র মিউজিক রিলিজ হবার কথা ছিল কিন্তু বিশেষ কারণে এদিন তা বন্ধ রাখা হয়। ছবির নায়ক রাহুল এক দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ বিদ্যালয়ে পড়াশোনা ও স্বীকৃতি স্বরূপ সে পুরস্কার পায় একটি মোবাইল ফোন। তার পর থেকে তার জীবনের ওঠানামা নিয়েই এগিয়ে চলে বুঝিনি এমন হবে। সমাজের নানা টানাপোড়েনের সুন্দর ছবি ধরা পড়েছে তার ছবিতে বলে জানান পরিচালক। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুমিত সমাদ্দার, খরাজ মুখার্জী, মেঘনা হালদার প্রমুখ। সঙ্গীত পরিচালনায় নিবির। গান গেয়েছেন কুমার শানু, জুবিন, জুন ব্যানার্জী, আকাশ সেন ও ওপর বাংলার সঙ্গীত শিল্পী মহঃ রিজভি।