নিজের ছবির প্রচারে কলকাতায় কাজল

হেলিকপ্টার ইলা’র প্রচারে ঝটিকা সফরে কলকাতায় ঘুরে গেলেন অভিনেত্রী কাজল। অজয় দেবগন ও জয়ন্তীলাল গাদা’র যৌথ প্রযোজনায় প্রদীপ সরকার পরিচালিত চলচ্চিত্র হেলিকপ্টার ইলা, মুক্তি পেতে চলেছে আগামী ১২ অক্টোবর সারা ভারতে। অভিনয়ে কাজল স্বয়ং, সঙ্গে রয়েছেন এই বাংলার অন্যতম প্রতিভাবান অভিনেতা জাতীয় পুরস্কার প্রাপ্ত ঋদ্ধি সেন ও টোটা রায়চৌধুরি, নেহা ধুপিয়া ও অনান্যরা। এই উপলক্ষে মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে কাজল বলেন হেলিকপ্টার ইলা এমন এক সিনেমা যেখানে একজন ভারতীয় সিঙ্গেল মা তার একমাত্র ছেলের ওপর অধিক মাত্রায় অধিকার ফলাতে চায়। সেই কারণে অতি রক্ষণশীল মা হিসাবে ইলা ছেলের সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর জন্য ছেলের কলেজে যোগ দেয়। তার পরবর্তী ঘটনা কোনদিকে মোড় নেবে তা জানতে তিনি সবাই কে সিনেমাটি দেখার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে কাজল ছাড়াও হাজির ছিলেন এই ছবির অপর দুই অভিনেতা ঋদ্ধি সেন ও টোটা রায়চৌধুরি এবং পরিচালক প্রদীপ সরকার।

%d bloggers like this: