অভিনয় ও মডেলিং এর নতুন মুখ শ্বেতা চক্রবর্তী

swetaনিজস্ব সংবাদদাতা, কলকাতা, নিজস্ব চিত্র : পেশায় তিনি স্থপতি। স্বপ্নে তাঁর হানা দেয় বিনোদনের রঙিন দুনিয়া। ছোট্ট থেকে যে মেয়েটা মননে-চিন্তনে নিজেকে পেজ থ্রী’র অন্যতম করে গড়ে তুলতে বদ্ধ পরিকর ছিলেন, সেই শ্বেতা চক্রবর্তী তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে প্রকাশ করেই ফেললেন আস্ত একটা লুক বই। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে ৮ অক্টোবর সন্ধ্যায় যা উদ্বোধন করলেন অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল।

sweta1উপস্থিত ছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। প্রসঙ্গতঃ উল্লেখ্য এবিএস গ্রুপ অফ কোম্পানি তাদের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করেছেন শ্বেতা চক্রবর্তীকে। এদিন এই গ্রুপের পক্ষে হাজির ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অয়ন শীল। শ্বেতা চক্রবর্তী বলেন তাঁর জীবনে স্বপ্ন ছিল একজন সফল মডেল ও অভিনেত্রী হয়ে ওঠার। আর তারই প্রথম পদক্ষেপ হচ্ছে তাঁর এই লুক বুকের প্রকাশ। অরিন্দম শীল বলেন তিনি বরাবরই চান বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেমেয়েরা আরও বেশি করে উঠে আসুক এবং এর ফলে উপকৃত হবে বাংলা চলচ্চিত্র শিল্প।

%d bloggers like this: