নিজস্ব সংবাদদাতা: হমিয়প্যাথির দুনিয়ায় উল্লেখযোগ্য নাম বোইরন।যার উত্পত্তি ফ্রান্সে। এহেন বোইরন তাদের সাবসিডিয়ারী সংস্থা বোইরন ইন্ডিয়া ভারতের চিকিত্সা জগতে তাদের উপস্থিতি ঘোষণা করল গত ৪ অক্টোবর কলকাতার এক অভিজাত হোটেলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। সম্মেলনে উপস্থিত হয়ে বোইরন ফ্রান্সের ডিরেক্টর মিশেল বোইরন বলেন বোইরন ভারতে তাদের ব্র্যান্ডকে সু-প্রতিষ্ঠিত করতে তত্পর। তিনি আরও জানান আগামীতে তাঁরা স্থানীয় ভাবে তাদের ওষুধ উত্পাদনে আগ্রহী। মিসেস বোইরন বলেন, বোইরন মূলত স্ট্যান্ডারাইজ মডার্নাইজড হোমিওপ্যাথি ওষুধ তৈরি করে প্রথাগত ও আধুনিক কারিগরী পদ্ধতির সংমিশ্রণে।