পুজোয় সেজে উঠুন ল্যাকমে স্যালনে

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের অন্যতম প্রসাধনী ব্রান্ড ল্যাকমে লিভার ভারতের প্রসাধন দুনিয়ায় এক সু-পরিচিত ও লব্ধপ্রতিষ্ঠিত নাম। সৌন্দর্যের যত্নে ৩৭ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ এহেন ল্যাকমে ইন্ডিয়ার ৪০০ তম স্যালনের উদ্বোধন হয়ে গেল কলকাতার গড়িয়াহাটে গত ১ অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রাভিনেত্রী পার্নো মিত্র। মহিলাদের সৌন্দর্য রক্ষায় ল্যাকমে আজ অবধি লাগাতার তার প্রসাধন দ্রব্যের বিপুল সম্ভার ও তাদের সৌন্দর্যের পরিচর্যায় অন্যতম এক নাম। সকলের সৌন্দর্য রক্ষায় ল্যাকমে সারা ভারতে প্রতিষ্ঠা করেছে ল্যাকমে স্যালনের। কলকাতা বরাবরই তাদের সাদরে অভর্থনা করেছে এবং ল্যাকমে গর্ব বোধ করে ভারতের সাংস্কৃতিক রাজধানীতে তাদের ৪০০ তম স্যালনটি প্রতিষ্ঠা করতে পেরে, বলে এদিনের অনুষ্ঠানে জানান ল্যাকমে লিভার গ্রুপের সি.ই.ও. পুষ্করাজ সেহনাই। তিনি আরও বলেন সামনেই বাঙালীর সর্বশ্রেষ্ঠ উত্‍সব, আর এই উত্‍সবের দিনগুলিতে কলকাতাবাসীদের সাজিয়ে তুলবে ল্যাকমে লিভার এর এই ল্যাকমে স্যালন।
অভিনেত্রী পার্নো মিত্র বলেন সৌন্দর্য রক্ষায় ল্যাকমের পরিচর্যা চিরকালই অনন্য।
ফ্র্যানচাইজি পার্টনার মেখলা ভট্টাচার্য জানান ভারতের মধ্যে সৌন্দর্য দ্রব্য এবং সৌন্দর্য পরিচর্যায় যেহেতু ল্যাকমে লিভার অন্যতম এক নাম তাই তারা গর্বিত তাদের সঙ্গী হতে পেরে।

%d bloggers like this: