হার্ট বাঁচাতে বর্জন করুন জাঙ্ক ফুড

100_3003নিজস্ব সংবাদদাতা: গত ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দি কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সারা রাজ্যে হার্টের অসুখ সম্পর্কিত সচেতনতা গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে আয়োজন করেছিলো কলকাতার স্বভূমির রাসমঞ্চে এক অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের চিত্র পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এদিন মূলত হার্ট এর নানা রকম রোগের মূল উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। হার্টের রোগের মূল কারন ছোট থেকে জাঙ্ক  খাবার গ্রহণ। উপস্থিত হার্ট বিশেষজ্ঞ ডাক্তারদের মত যত সম্ভব শিশুদের জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত রাখতে বিশেষ সচেতনতা গড়ে তুলতে হবে। এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় একটি অঙ্কন প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন ডঃ দেবব্রত রায়, ডঃ অরুনাংশু গাঙ্গুলী, ডঃ সৌমিত্র কুমার, ডঃ এম. কে. দাস।

সমীক্ষায় প্রকাশ আজকের দিনে হার্টের অসুখের অন্যতম কারণ শিশুদের মোট হয়ে যাওয়া। এই মোট হবার প্রধান কারণ জাঙ্ক ফুড গ্রহণ। এর ফলে বহুমূত্র, হার্ট প্রেসার, ডিসলিপিডেমিয়া নামক রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যায়। এসব থেকে বাঁচার একমাত্র উপায় জাঙ্ক ফুড বর্জন। দি কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সারা রাজ্যের ২৭৬২টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামীতে এই বিষয়ে বিশেষ সচেতনতা চলবে বলেও জানানো হয়।

%d bloggers like this: