অ্যাপীজে লিটেররী ফেস্টিভ্যাল এর দশম বর্ষপূর্তি তে সম্প্রতি শতবর্ষ প্রাচীন অক্সফোর্ড বুক স্টোরে বর্তমান ভারতের লেখক দুর্জয় দত্তের সঙ্গে কবি এবং শিল্পী সুফিয়া খাতুনের মধ্যে এক মুখোমুখি আলোচনা চক্র আয়োজন করা হয়েছিল। মূলত দুর্জয় দত্তের সদ্য প্রকাশিত উপন্যাস “দি পার্ফেক্ট আস” উপনসের বিষয়বস্তু নিয়েই এদিনের এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল পেঙ্গুইন হাউস।