বিশ্ব পর্যটন দিবস উত্‍সব ২০১৮

100_2965নিজস্ব সংবাদদাতা: ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর শিলিগুড়ির সিটি সেন্টারে আয়োজন করছে ৩ দিন ব্যাপী বিশ্ব পর্যটন দিবস উত্‍সব ২০১৮। অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষে রাজ বসু জানালেন তাদের এই উত্‍সব এই বছর চতুর্থ বর্ষে। চতুর্থ বর্ষে তাদের উত্‍সবের থিম হেরিটেজ, কালচার অ্যান্ড অর্গানিক মুভমেণ্ট থ্রু রেসপনসেবল টুরিজম। তারা মূলত পূর্ব হিমালয়ের গ্রাম্য পর্যটনকে মান্যতা দিতে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে স্থানীয় সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে বদ্ধ পরিকর। ৩ দিনের এই উত্‍সবে থাকছে স্থানীয় কৃষির বিকাশে জৈব পদ্ধতির বিপুল ব্যবহারের প্রতি দৃষ্টিনিবেশ, পূর্ব হিমালয়ের গ্রামগুলির স্থানীয় মানুষদের পোশাক নিয়ে ফ্যাশন শো, লোকসংস্কৃতির বিকাশে স্থানীয় লোকসংস্কৃতি জনসমক্ষে তুলে ধরা, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের সরাসরি সহযোগিতায় স্থানীয় হোম স্টে গুলির নিবন্ধীকরণ, পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের ব্যবহারের বিকল্প পদ্ধতির ব্যবহার, আলোকচিত্র প্রদর্শনী ও অঙ্কণ প্রতিযোগিতা সহ নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক টুইট বার্তায় সকলকে এই বাংলায় আহবান জানিয়ে বলেছেন, ‘বাংলায় আসুন, চিরমধুর স্মৃতি নিয়ে ফিরে যান। হিমালয় থেকে সমুদ্র, পাহাড় থেকে জঙ্গল, ম্যানগ্রোভ থেকে লাল মাটি, ঐতিহাসিক স্থান থেকে শুরু করে পীঠস্থান – কি নেই এই বাংলায়? সবাইকে জানাই স্বাগত।’

%d bloggers like this: