ঋষি নিবারণ সায়রে শিকারা বিহার চালু

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যার প্রাকৃতিক সম্পদের লোভে বারে বারে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটন পিপাসুদের দল। একাধারে উত্তরবঙ্গ অন্যদিকে দক্ষিণবঙ্গ। এবার থেকে রাজ্যে পর্যটকরা কাশ্মীরের মতো শিকারায় চেপে জল বিহারের আনন্দ উপভোগ করতে পারবেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ রাজ্যের জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়ার ঋষি নিবারণ সায়রে চালু করেছেন শিকারা বিহার পরিষেবা। পঞ্চাশ একর জায়গা নিয়ে তৈরি পুরুলিয়ার এই ঋষি নিবারণ সায়র, যা সমধিক পরিচিত সাহেব বাঁধ নামে। যে জলাশয়কে কেন্দ্রীয় সরকার আখ্যা দিয়েছেন জাতীয় লেক হিসাবে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ পর্যটকদের আকর্ষণ করতে কাশ্মীর থেকে তিনটি শিকারা নিয়ে এসেছেন। কাশ্মীরের দল লেকের অনুকরণে এখানেও ভাড়া পাওয়া যাবে কাশ্মীরের রঙিন পোশাক।যা পড়ে পর্যটকর সহজেই নানান ভাবে ছবি তুলতে পারবেন। এখন এক ঘন্টার জন্য এই শিকারা’র ভাড়া ধার্য করা হয়েছে ৫০০ টাকা ও ৩০ মিনিটের জন্য ভাড়া ২৫০ টাকা। একসঙ্গে ৫ জন পর্যটক একটি শিকারায় চেপে জলবিহারের আনন্দ উপভোগ করতে পারবেন বলে সংবাদে প্রকাশ। অপরদিকে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ এই সাহেব বাঁধকে কেন্দ্র করে এর চারপাশে হাতী ও ঘোড়ার পিঠে পর্যটকদের ভ্রমণেরও ব্যবস্থা করতে তত্‍পর।

%d bloggers like this: