শিশিরে একক স্বাগতা

শিল্প ও শিল্পী একে অপরের পরিপূরক। সিলিপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়েই রূপ পায় শিল্পের বাস্তবতা। নাড়া বেঁধে প্রথাগত ভাবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন অনেকেই শিল্পী হিসাবে। আবার কেউ কেউ ঈশ্বরপ্রদত্ত বরে জন্ম থেকেই শিল্পী হিসাবে নিজেকে মেলে ধরে।

এমনই এক অসামান্যা বাচিক শিল্পী স্বাগতা পাল, সেই ছোট্ট থেকেই পড়ার ছড়া বা কবিতাগুলি যার কন্ঠে রূপ পেত, বাস্তবতা পেয়ে জীবন্ত হয়ে উঠত, প্রথাগত ভাবে যিনি পরবর্তীতে বাচিক শিল্পী হিসাবে নিজেকে মেলে ধরার পাঠ গ্রহণ করেন পার্থ ঘোষের কাছে।

শিল্পী স্বাগতা তাঁর শিল্প মহিমা আবারও জনসমক্ষে তুলে ধরতে চলেছেন আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে সারথির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। এদিনের সন্ধ্যা মুখরিত হয়ে উঠবে স্বাগতা পালের একক আবৃত্তি পরিবেশনে। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি হতে চলেছে কবি সব্যসাচী দেব, সৈয়দ হাসাম জালাল, অনির্বাণ ঘোষ। সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন, সঙ্গে কবিতা ও কথায় থাকছেন আবৃত্তিকার পার্থ মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় মধুমিতা বসু ও দেবাশীষ পাল।

%d bloggers like this: