ওপেন টু দা নিউ শেডস – অ্যামেজিং থাইল্যান্ড

ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড কলকাতার এক অভিজাত পাঁচতারা হোটেলে ৩১ অগাষ্ট আয়োজন করেছিল অ্যামেজিং থাইল্যান্ড, ওপেন টু দা নিউ শেডস্ শীর্ষক এক রোড শো’র। মূলত ভারতীয় পর্যটকদের জন্য থাইল্যাণ্ডের নতুন গন্তব্যস্থল, খাবার, পণ্য ও পর্যটনের প্রসারে জোর দেওয়ার জন্যই এই রোড শো’র আয়োজন বলে জানান ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড, নিউ দিল্লির কার্য্যনির্বাহী ডিরেক্টর ডঃ ওয়ালাইলাক নওপায়াক জানান। ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ডের বিক্রয় প্রতিনিধি পিংকি অরোরা একান্ত সাক্ষাত্‍কারে জানলেন যেহেতু থাইল্যান্ড পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং প্রতি বছর আমাদের রাজ্য থেকে প্রচুর পর্যটক থাইল্যান্ড বেড়াতে জন তাই তারা তাদের পর্যটনের আরও ব্যাপক প্রচার করতেই কলকাতার বুকে এই রোড শো’র আয়োজন করেছেন। এছাড়াও তিনি বলেন থাইল্যান্ড পর্যটকদের জন্য নিরাপদ দেশ, এবং ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড এই কারণে আরও বেশি করে পর্যটকদের তাদের দেশে আমন্ত্রন জানাচ্ছে। এদিনের রোড শোতে থাইল্যান্ডের বিমান সংস্থা সহ মোট ৩০ টির মত বেসরকারি হোটেল, বিনোদন পার্ক রিসোর্ট ও বেসরকারি ভ্রমন সংস্থা হাজির ছিলেন।

%d