কর্ণাটকের বন্যা পরিস্থিতির কারণে কর্ণাটকের সবথেকে ক্ষতিগ্রস্থ জেলা কোডাগুর সকল হোটেল, হলিডে হোম, রিসোর্ট, হোম স্টে’র বুকিং বাতিল করল কোডাগু জেলা প্রশাসন।
কোডাগু জেলা ডেপুটি কমিশনার পি. আই. শ্রীভিদ্যা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কর্ণাটকের এই জেলার ভয়াবহ বন্যা পরিস্থির কারণে আগামী ৩১ অগাষ্ট পর্যন্ত কোডাগুর সকল হোটেল, হলিডে হোম, রিসোর্ট, হোম স্টে’র বুকিং বাতিল থাকবে।
পরিস্থিতির উন্নতির ওপর বিচার করে পুনরায় পর্যটকদের জন্য বুকিং চালু হবে বলে তিনি জানান।
মূলত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে তিনি জানান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কর্ণাটকের এই জেলা সবসময়ই আকর্ষণ করে পর্যটকদের। বন্যা ও ভূমিধ্বসের কারণে এই জেলা ব্যপক ক্ষতিগ্রস্থ।
আশা করা যায় আগামী পুজোর পর্যটন মরশুমে আবার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কর্ণাটকের কোডাগু জেলা।