Site icon Sambad Pratikhan

প্রথা ও পুরুষ

Advertisements

বাংলা সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র গায়িকা লোপামুদ্রা মিত্র আজ থেকে তিন বছর আগে শুরু করছিলেন তার বস্ত্র বিপনী প্রথা। গত ১৭ অগাষ্ট প্রথায় চালু হল পুরুষদের জন্য পোশাকের বিপণন ‘পুরুষ’। এবার থেকে প্রথা শুধুমাত্র মহিলাদের জন্যই নয়, প্রথা এখন পুরুষদেরও। লেকটাউনের এই বস্ত্র সম্ভারে লোপামুদ্রা হাজির করেছেন পুরুষদের পোশাকের বিশাল সম্ভার। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক জয় সরকার, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য্য এবং শ্রীকান্ত আচার্য্য’র ঘরণী অর্ণ শীল।

লোপামুদ্রা মিত্র বলেন তিনি সত্যিই খুব আনন্দিত তার বস্ত্র সম্ভারের ৩ বছর পূর্তিতে সকল পুরুষদের জন্য বস্ত্র সম্ভার ‘পুরুষ’ চালু করে। তিনি আরও জানান তার সম্ভারে থাকছে দুই প্রকারের ভেষজ সুতো দিয়ে প্রস্তুত হয়েছে আরামদায়ক, টেঁকসই কালা কটন শার্ট ও ব্লক প্রিন্ট শার্ট। হাল আমলের কেতাদূরস্ত পুরুষদের জন্য ‘পুরুষ’ নিয়ে এসেছে ৯০০ টাকা থেকে শুরু করে ১২৯০ টাকা রেঞ্জের পোশাক। যার মধ্যে লোপামুদ্রা নিয়ে এসেছেন উড়িষ্যার কোরাপুট জেলার ভেষজ রঙে প্রস্তুত পুরুষদের জন্য আদর্শ ‘প্রথা’র পুরুষ কালেকশনের শার্টের সম্ভার।

Exit mobile version