অনিন্দিতা গাঙ্গুলীর গল্প ও সঙ্গীত পরিচালনায় এবং প্রসেজিত্ বর্ধনের নির্দেশনা ও কুশ কুশারির নৃত্য পরিকল্পনায় ২১ অগাষ্ট সন্ধায় উত্তর কলকাতার গিরীশ মঞ্চে অনুষ্ঠিত হল সেকহ্যান্ড প্রোডাকশন এর চতুর্থ নিবেদন নৃত্য, গীত ও অভিনয়ের অভিনব কোলাজ আমি বেহুলা। অনুষ্ঠানের শুরুতে দৃষ্টিহীন ভাইবোনেদের সঙ্গীত ও নৃত্য মন জয় করে নেয় উপস্থিত সকলের।
এদিন সেকহ্যান্ড প্রোডাকশন এর পক্ষ থেকে সংবর্ধিত করা হয় ও করি ও কোমল সন্মানে ভূষিত করা হয় প্রখ্যাত তবলা বাদক পন্ডিত মল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, প্রথম রুপান্তরকামী আইনজীবি ও নৃত্য শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ, নৃত্য শিল্পী মোম গাঙ্গুলী সহ সঙ্গীত শিল্পী সাহানা বক্সী ও বাচিক শিল্পী রুমকি গাঙ্গুলীকে।