বর্তমানের ডিজিটাল দুনিয়ার দাস আমরা। আমাদের জীবনের সঙ্গে প্রতি পলে ডিজিটাল দুনিয়ার অন্যতম যে যন্ত্রটি আমাদের জীবনযাত্রা কে প্রভাবিত করে সেটি প্রায় প্রতিটি মানুষেরই হাতে হাতে শোভা বর্ধন করে থাকে। বলাই বাহুল্য আমাদের হাতের সেই মহামূল্যবান যন্ত্রটি কতটা সুরক্ষিত তা কী আপনার বা আমার জানা? আমাদের সেই চলমান যন্ত্রটিকে সম্পুর্ন রূপে সুরক্ষিত করে রাখতে এবার ভারতে ও তার সঙ্গে কলকাতায় হাজির ডিজিটাল সুরক্ষা দুনিয়ার অন্যতম ব্রান্ড ওয়ার্ড উইজ আপনার মোবাইল ও কম্পিউটারকে সম্পুর্ন সুরক্ষিত রাখতে।
গত ১১ অগাষ্ট ২০১৮ কলকাতার এক অভিজাত পাঁচ তারা হোটেলে এই কোম্পানীর মোবাইল সুরক্ষার বিষয়টি সম্পর্কে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ওয়ার্ড উইজ সংস্থার ভারতের সি.ই.ও. ও গ্লোবাল সি.ও.ও. অভিজিত খোট তাদের এই মোবাইল সুরক্ষা প্রোডাক্টটির গুনগুনের সম্যক বিবরণ দেন। তিনি জানান তাদের সুরক্ষা ব্যবস্থা মোবাইলে থাকলে গ্রাহকরা তাদের মোবাইলকে নিরাপদ ও নিশ্চিন্ত ভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। কারণ তাদের সুরক্ষা ব্যবস্থা মোবাইলকে শুধুমাত্র ভাইরাসের হাত থেকে রক্ষা করে তাই নয়, এটি মোবাইলে থাকলে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল চুরি, মোবাইল হ্যাক সহ নানান বিষয়ে সুরক্ষিত থাকতে পারবেন। তিনি আর জানান নামমাত্র মূল্যে তারা তাদের এই সুরক্ষা ব্যবস্থা গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন। কাজেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর পক্ষে খুব সহজেই এই সুরক্ষা ব্যবস্থা নিজেদের ফোনে রেখে নিজেদের সবসময়ের সঙ্গীটিকে সুরক্ষিত রাখতে সক্ষম হবেন।