মি.এ.মি.আই.(ই) ২০১৮

ফ্যাশন আর ফ্যাশন কে কেন্দ্র করে সদাই আবর্তিত হয়ে চলেছে এক বড় শিল্প। আজকের দুনিয়ায় ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে নানান মানুষ। এর মধ্যে যেমন রয়েছেন ফ্যাশন ডিজাইনার, তেমন রয়েছেন ফ্যাশন দুনিয়ার মডেলরা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল মিএমিআই(ই) শীর্ষক এক ফ্যাশন শো। মূলত নবীন মডেলদের মডেল দুনিয়ায় সুযোগ করে দিতেই মিস ও মি. ইন্ডিয়া (ইস্ট) ,মিএমিআই(ই) শো এর আয়োজন বলে জানালেন অনুষ্ঠানের প্রধান রূপকার অমরেশ কুণ্ডু। তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হল এই ধরনের প্রতিযোগিতার মান যদি নিম্নমানের হয় তাহলে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করাই উচিত নয় উদ্যোক্তাদের।

%d