সারা ভারতের সবত্র তথা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ধুম-ধাম সহকারে পালিত হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথউত্সব। এই উপলক্ষে গতকাল কলকাতার সল্টলেকেও পালিত হল রথযাত্রা উত্সব। এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ ববি হাকিম, বিধায়ক সুজিত বোস, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২৭ বছরে পদার্পন করা এই রথ উত্সব সম্পর্কে উত্সবের অন্যতম আহ্বাহক জানালেন রথযাত্রা এমন এক উত্সব যা সকল ধর্মের মানুষ কে এক করতে সাহায্য করে, এই উত্সবের মধ্য দিয়ে আমাদের দেশের সুমহান ঐতিহ্যই প্রকাশিত হয়। তিনি আরও জানলেন তারা সল্টলেকের সিবি ব্লকে রথ উপলক্ষে প্রতিদিনও প্রায় ৩০০০ মানুষ কে ভোগ খাওয়াবার ব্যবস্থা করেছেন। রথ উপলক্ষে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রসঙ্গত রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের পর্যটন রূপ পায় এক অন্য মাত্রা। একদিকে যেমন রাজ্যে রয়েছে ভারতের ৬২২ বছরের প্রাচীন রথ উত্সব, তার টানে প্রতি বছর দেশ বিদেশের হাজার পর্যটক হাজির হন পশ্চিমবঙ্গে।