বন্ধ থাকার পর আবার শুরু হল বালতাল ও পহেলগাঁও পথে অমরনাথ যাত্রা। প্রচণ্ড বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জম্মু-কাশ্মীর প্রশাসন অমরনাথ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। অতিবৃষ্টির কারণে কাশ্মীরে বন্যা পরিস্থিতির দরুন অমরনাথ যাত্রায় বিরতি টেনেছিল প্রশাসন। আবহাওয়ার সামান্য উন্নতি হবার ফলে আবার রবিবার সকল থেকে অমরনাথ দর্শনে আগত সকল দর্শনার্থীদের পথ চলার অনুমতি প্রদান করা হয়। দেশ-বিদেশের লক্ষাধিক তীর্থযাত্রী প্রতিবছর অমরনাথ যাত্রা করেন।এবছরও তার ব্যাতিক্রম ছিল না। বাদ সাধে খারাপ আবহাওয়া ও তার কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি।মূলত ঝিলম নদীর জলস্তর কিছুটা কমার পরই প্রশাসন তীর্থযাত্রীদের পুনরায় যাত্রার অনুমতি প্রদান করে বলে সংবাদে প্রকাশ। অনন্তনাগ জেলার পহেলগাঁও ও এবং গান্ডারবাল জেলার বালতালে আবহাওয়া কিছুটা উন্নতির পরেই তীর্থযাত্রীদের জম্মুর বেস ক্যাম্প থেকে বালতাল ও পহেলগাঁও পথে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হয় বলে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এর পক্ষে জানান হয়। 24 জুন শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে ২৬ অগাষ্ট।