শিলিগুড়িতে আম উত্‍সব

আজ ৮ জুন থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে শুরু হতে চলেছে ম্যাংগো ফেস্টিভ্যাল।শিলিগুড়ির অন্যতম প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ৮, ৯ ও ১০ জুন চলবে এই ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে আমের নানা প্রতিযোগিতা, আম খাবার প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ট্রেডিশন্যাল ফ্যাশন প্রতিযোগিতা সহ থাকছে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড বলে জানান ৫ম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যালের অন্যতম আয়োজক সংস্থা এম. সি. সি. স্কুল এর প্রিন্সিপ্যাল।

%d bloggers like this: