আগামী ১২ থেকে ১৯ জুন কলকাতা, কোচিন, পুণে, হায়দ্রাবাদ ও দিল্লি ভারতের এই পাঁচটি শহরে অনুষ্ঠিত হতে চলেছে জে. এ. এক্সিবিশনের আয়োজনে আন্তর্জাতিক পর্যটন রোডশো বা আইটিআর। এই রোডশোর মুখ্য উদ্দেশ্যে আগামী উত্সবের মরশুমে পর্যটকদের আকর্ষণ করা। মূলত ১০০ শতাংশ বি ২ বি ও ১০০ শতাংশ আউটবাউন্ড ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা তাদের পসরা তুলে ধরবে এই আন্তর্জাতিক পর্যটন রোডশোতে।