স্বমহিমায় ফিরুক দার্জিলিং

আড্ডা আর ভ্রমণ, এই দুটোই বাঙালির চিরকালীন। সারা পৃথিবীতে যদি এই দুটি বিষয়ের ওপর কোনও প্রতিযোগিতার আয়োজন করা হয় তবে সেই প্রতযোগিতায় বাঙালি প্রথম স্থানে নিজেদের নাম স্বর্নাঅক্ষরে প্রজ্জ্বলিত করবে।

ভ্রমণ কথাটি আজ বহু চর্চিত। বেড়ানোর নেশায় বুঁদ বাঙালি আজ ছুটে চলেছে জল-স্থল-পাহাড়-অন্তরীক্ষে।ভ্রমণ রসিক বাঙালির স্বাপ্নের পাহাড়ের রানী দার্জিলিং এর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যটনের প্রতিকুল। রাজনীতি রাজার নীতি। রাজনৈতিক অবস্থা পর্যটনের প্রতিকুল হলে সে স্থানের অর্থনীতির বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়। দার্জিলিংকে পুনরায় সুস্থ- শান্তির পর্যটন কেন্দ্র হিসেবে পুনঃ আত্মপ্রকাশের জন্য রাজ্য সরকারের সাথে সাথে কেন্দ্রীয় সরকারের ভূমিকও যথেষ্ঠ সদর্থক হওয়া উচিত্‍। বিভাজনে সমস্যার সমাধন হয়ে না। সঠিক সমাধানের পথে যৌথ প্রয়াসে দার্জিলিং এ পুনরায় পর্যটন আবার শ্রীবৃদ্ধি ঘটাবে এই আশা আপামর বাঙালি তথা ভারতবাসীর।        

    স্বরূপম চক্রবর্তী

সম্পাদক / ভ্রমণ ও লাইফ  

%d bloggers like this: