শীতকালীন বন্ধ থাকার পর কেদারনাথ মঠের দ্বার উদঘাটন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। উল্লেখ্য দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় কেদারনাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দিলেন সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এদিন তিনি এই উপলক্ষ্যে উপস্থিত সকল ভক্তদের উষ্ণ অভ্যর্থনা জানান।তিনি বলেন তার সরকার হিমালয়ের এই অংশে আগামীতে আগত সকলের জন্য আরাম ও নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান এই এলাকার পর্যটনের বিকাশে তাদের সরকার গৌরিকুন্ড থেকে কেদারনাথ অবধি ট্রেক পথে পর্যাপ্ত আলো, পানীয় জল, পর্যটকদের জন্য আরাম ও তাদের নিরাপত্তার প্রতি বিশেষ লক্ষ্য দিয়েছেন। কেদারনাথে ভগবান শিবের ওপর একটি লেজার শো এর আয়োজন করছেন উত্তরাখণ্ড সরকারের পর্যটন দপ্তর।