আগামী ১১, ১২ ও ১৩ মে ২০১৮ কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসতে চলেছে ট্রাভেল এজেন্ট অ্যাসোশিয়েশন অফ বেঙ্গলের আয়োজনে সপ্তম পর্যটন উত্সব। তিন দিনের এই উত্সবে হাজির থাকছে ৪০ টির ও বেশি বেসরকরী পর্যটন সংস্থা ও বেশ কয়েকটি সরকারী পর্যটন। উল্লেখ্য পশ্চিমবাংলার বেসরকারি পর্যটন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির অন্যতম প্রধান সংগঠন ট্যবের পর্যটনের বিকাশে এই উদ্যোগ বিশেষ কৃতিত্বের দাবি রাখে।