সম্প্রতি আয়োজিত ভারত-ভিয়েতনাম যৌথ সম্মেলনে ভিয়েতনামের অন্যতম সস্তার বিমান পরিষেবা প্রদানকারী ‘ভিয়েতজেট’ ঘোষণা করে তারা আগামী জুলাই মাস থেকে দিল্লি-ভিয়েতনামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে। উল্লেখ্য পৃথিবীর বিমান পরিষেবার ইতিহাসে সর্বাপেক্ষা বিতর্কিত ২০০৭ সালে প্রতিষ্ঠা হওয়া ‘ভিয়েতজেট’ সমধিক প্রসিদ্ধ “বিকিনি এয়ারলাইন” নামে।