Site icon Sambad Pratikhan

জাতি ধর্ম নির্বিশেষে এক বনাঢ্য শোভাযাত্রা ডানকুনি নাগরিক মঞ্চের

Advertisements

এম রহমান, হুগলি:  ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে ১৫ আগস্ট সারাদিন ধরেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস। এই উপলক্ষে হুগলি জেলার ডানকুনিতে ডানকুনি নাগরিক মঞ্চের আয়োজনে ‘আমি গর্বিত আমি ভারতীয়’ এই মন্ত্রে এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে এক বনাঢ্য শোভাযাত্রা ডানকুনি শহর পরিক্রমা করে।  এর আগে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

সমাজসেবী প্রণব পাল, ডানকুনি নাগরিক মঞ্চের পক্ষে সুদীপ ঘোষ, স্থানীয় সহৃদয় ব্যক্তিত্ব দীন মোহাম্মদ, ডানকুনি নাগরিক মঞ্চে সক্রিয় কর্মী দেবনারায়ন, ধার্মিক একতা টাস্ট, ডানকুনি নাগরিক মঞ্চের সক্রিয় মহিলা কর্মীরা এবং সাধারণ মানুষদের উপস্থিতিতে বরণময় হয়ে উঠেছিল এদিনের এইই অনুষ্ঠান। এদিন ডানকুনি নাগরিক মঞ্চের পক্ষ থেকে উপস্থিত সকলকে নিয়ে সমবেতভাবে “আমি ভারতীয়, অমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে জাতি, ধর্মের ভেদাভেদ না করে সকলে মিলে এক হয়ে চলব” এই শপথ নেওয়া হয়।

Exit mobile version