Site icon Sambad Pratikhan

গুড়াপ প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

Advertisements

কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: হুগলি জেলার গুড়াপে গুড়াপ প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করল। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামচন্দ্র দত্ত ও সঞ্জীব কুমার এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগন। এরপর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর স্বাধীনতা দিবস সম্পর্কে মনোজ্ঞ বক্তৃতা দেন প্রাক্তন শিক্ষক রামচন্দ্র দত্ত, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বদীপ দাস ও স্কুলের শিক্ষিকা মানসী দাস ধাড়া। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই দামাল ছেলে কবিতাটি আবৃত্তি করে তিয়াশা।

এরপর দেশাত্ববোধক গান মুক্তির মন্দির, ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের গ্রাম, মন মোর মেঘের সঙ্গী ও তেরঙ্গা পতাকা ওড়ে নিশান পরিবেশন করে শ্রেয়া, রণিতা, রূপালী, শম্পা, সুপর্ণা, নন্দিনী, অনিন্দিতা, দিশা, রাজকুমার, কিন্নর, রুদ্র আর সৌরিক। এরপর হিন্দমুসলমান কবিতাটি আবৃত্তি করে সাঁঝবাতি। কবিতা পাঠের পর আমরা সবাই রাজা, আলো দিসম বুর দিসম, মাগো ভাবনা কেন, দেশ রঙিলা এই গান গুলিতে নৃত্য পরিবেশন করে শুভমিতা, বর্ষা, মোহিনী, শ্রাবনী এবং সায়নী। নৃত্যের মাঝে ভৈরব সুরে সুরে আর চল চল চল গান দুটি পরিবেশন করে শ্রীজিতা, অঞ্জলী, নাসরিন ও অনিতা। প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে মুস্তাকিম। ছাত্রছাত্রীদের নিজের হাতে আঁকা বিভিন্ন ছবির সমাহারে সেজেছিল স্কুল বাড়ি। স্নেহা ও শ্রুতির অ্যায় বতন গানে নৃত্য পরিবেশনের মাধ্যমে এই  সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৃন্ময় সামন্ত।

Exit mobile version