অঙ্কের ভয় জয় করতে গণিত মেলা

0214563

math-1

নিজস্ব সংবাদদাতা:  ছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্ক-ভীতি দূর করতে, নদিয়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান-চাকদাহ রামলাল একাডেমী” ও “কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি”র যৌথ উদ্যোগে সম্প্রতি হয়ে গেল রাজ্যস্তরের গণিত বিষয়ক কর্মশালা, ‘গণিত মেলা’।

বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সম্ভাবনাময় সংগীত শিল্পী দেয়াসিনি রায়ের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে সারাদিনব্যাপী এই গণিত বিষয়ক কর্মশালায় অংশ নেয়। ওইদিনের কর্মসূচির একটা বিশেষ দিক ছিল— বিভিন্ন ধরনের অঙ্ক বিষয়ক মডেল ,পোস্টার এবং কুইজ প্রতিযোগিতা ছাড়াও বিশেষজ্ঞ গণিত বিষয়ক শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ। গণিত বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এই গণিত মেলা শেষ হয়।

new-advtHIRINGadvt-2bokhim-advt1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3advt-4advt112-for-advt-sankha-senfor-nwslatest-advt-of-jotishFinal advt

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading