গোবর গঙ্গাজলের মাধ্যমে ঘড়ির মোড় শুদ্ধিকরণ করলেন চুঁচুড়া বিধায়ক

0214563
Sp-2

শুভদীপ দে হুগলি: আজ হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে চুঁচুড়া চলো কর্মসূচি চুঁচুড়া খাদিনা মোড়ে অনুষ্ঠিত হবার আগে চুঁচুড়া ঘড়ির মোড়ের সেই জায়গায় গঙ্গাজল এবং গোবর দিয়ে ধুয়ে হোম যজ্ঞ করলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার।

অসিত মজুমদার জানান গত কয়েকদিন আগে বিজেপি রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি এবং হুগলির সাংসদ সহ সকলে এসে ঘড়ির মোড়ে জনসভার নাম করে জায়গাটি অপবিত্র করেছিল, সেই কারণে তৃণমূল কংগ্রেসের সভার আগে জায়গাটি হোম যজ্ঞ পূজা-অর্চনা করে গোবর গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করা হল।

sambad-pratikhan

চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ও বঙ্গ জননীর সদস্য সদস্যরা। গোবর গঙ্গাজল এবং পুরোহিত দিয়ে শুদ্ধিকরণ মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে এই জায়গাটি পবিত্র করা হল বলে জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

K S FIRE INSTITUTEuntitled-3untitled-2-1untitled-1-3latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-sen92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-1advt-3advt-4

%d