চুচুঁড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির বিশ্ব মাতৃভাষা দিবস পালন

0214563

churah.-2

নিজস্ব সংবাদদাতা, হুগলি: একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি  তারিখটি রক্তাক্ত, আবার গর্বেরও। রক্ত দিয়ে কয়েকটি তাজা যুবক রফিক, জববার, বরকত, সালাম, সফিউর প্রমাণ রেখে গেল জাতিসত্বাকে ভাগ করা যায় না, কেড়ে নেওয়া যায় না– মানুষের  মুখের ভাষা, প্রাণের ভাষা, মাতৃভাষা। এই দিবসটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো হুগলী চুচুঁড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি।

চুচুঁড়া ময়দানের ভাষা উদ্যানে ভাষা স্মারক স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা  জানান শহরের ভাষাপ্রেমী মানুষেরা। ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন শিক্ষাবিদ অমিতকুমার সেন। সমবেত সংগীত, কবিতা পাঠ, আবৃত্তি পরিবেশন করে কলাবীথিকার সদস্যগণ।

K S FIRE INSTITUTE

এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সমিতির সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রাক্তন উপপৌরশাসক অমিত রায় সচিব শ্যামল সিংহ, শিক্ষাবিদ সনউ রায়চৌধুরীসহ বিশিষ্ট জনেরা।

untitled-2-1untitled-1-3untitled-3for-nwsadvt112-for-advt-sankha-senadvt-banner.3gnc-advt-6x4-for-web209419418_1140649856410940_4719109323388593608_nadvt-1advt-31efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-4advt-bannerlatest-advt-of-jotish

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading