মতুয়াদের কথা নিউজ সিরিজে

0214563

8a074918-e276-4a74-aed7-c63c3e322ba1

বিশেষ প্রতিবেদন: যাঁদের জীবনের মূল মন্ত্র সদা সত্য কথা বলা, যাঁদের পথ প্রদর্শক তাঁর সম্প্রদায়ের সকলকে মানুষের সেবা করার অমোঘ বাণীকে জীবনের অন্যতম প্রধান পাথেয় করে পথ চলার নির্দেশ দিয়েছিলেন, সেই সম্প্রদায়ের অর্থাৎ নমশুদ্র সম্প্রদায়ের মতুয়াদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এক অন্যসাধারণ নিউজ সিরিজ আপামর জনসাধারণের সামনে উপস্থাপনা করলো বাংলার অন্যতম এক বিখ্যাত সংবাদ চ্যানেল TV 9 বাংলা শনিবার ও রবিবার (২০ ও ২১ নভেম্বর,২০২১) রাত দশটায়। সম্পূর্ণ অন্যরকম এক উপস্থাপনা প্রত্যক্ষ করলো জনসাধারণ TV 9 বাংলার ‘মতুয়া কথা’ শীর্ষক এই নিউজ সিরিজ। TV9 বাংলার এই দুই পর্বের ‘মতুয়া-কথা’য় আমরা দেখতে পেলাম দেশভাগ এবং পরে বাংলাদেশের জন্মের পর মতুয়াদের জীবন, ছিন্নমূল অবস্থায় এপারে চলে আসার পাশাপাশি তাঁদের চিরকালীন সংগ্রামের কথা।motuya

এছাড়াও দুই বাংলায় মতুয়া সম্প্রদায়ের বিস্তারের ইতিহাস, উৎসব, আচার-অনুষ্ঠান এবং তাঁদের বর্তমান হালহকিকত, সঙ্গে মতুয়াদের সামাজিক-রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশিষ্ট সমাজতাত্ত্বিক ও নৃতত্ত্ববিদদের সাক্ষাৎকার ভিত্তিক সমসাময়িক সময়ে এই দেশে মতুয়াদের আগামী কতটা সুরক্ষিত, নাকি তাঁরা শুধুমাত্র ভোটের রাজনীতির শিকার সেই সকল তথ্যের চিত্ররূপ ফুটে উঠল মতুয়া কথা’য়। উচ্চবর্ণের আধিপত্যের বিরুদ্ধে সামাজিক সংগঠন হিসেবে নিজেদের অস্তিত্ব জানান দিতেই যে মতুয়া সম্প্রদায়ের জন্ম তাঁদের জীবনধারার গতি প্রকৃতি কোন রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে আগামীতে পথ চলবে সেই প্রশ্নই তুলে দিল TV 9 বাংলার দুই দিনের এই নিউজ সিরিজ।

 

advt112-for-advt-sankha-sen

frontUntitled-1209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISH

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading