পরিবেশকে বাঁচাতে সচেতনতা পদযাত্রা

444নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটি, দুর্গাপুর ব্লাড ডোনার ফোরাম সহ দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ এর মিলিত আয়োজনে দুর্গাপুরকে পরিষ্কার রাখতে ও প্লাস্টিক মুক্ত শহর হিসাবে পরিগণিত করতে আজ দুর্গাপুরের স্টিল মার্কেট পাঁচমাথা মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে চারাগাছ  বিতরণ, প্লাস্টিক বর্জন বিষয়ক একটি সুসজ্জিত ট্যাবলো সহজ পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর পুর নিগমের এক ও দুই নম্বর বোরোর চেয়ারম্যান রীনা চৌধুরী ও রমা প্রসাদ হালদার সহ স্থানীয় এজোন থানার পুলিশ আধিকারিক  অনন্ত রায়, স্থানীয় সমাজসেবী অভিজিৎ  দাস, ক্লাব সমন্বয় কমিটির আইয়ুব আনসারী, ব্লাড ডোনার ফোরামের পক্ষে রাজেশ পালিত সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুর্গাপুর স্টিল মার্কেট পাঁচমাথা থেকে শুরু করে বেনাচিতি  কাইজার মোড় পর্যন্ত এদিনের এই সচেতনতা পদযাত্রার শুভ সূচনা করাহয় উপস্থিত অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ও উপস্থিত স্থানীয়দের হাতে গাছের চারা তুলে দিয়ে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading