Site icon Sambad Pratikhan

সোমবার ২৬ জুলাই,২০২১ থেকে আরও অতিরিক্ত ১২টি মেট্রো চলবে

Advertisements

নিজস্ব সংবাদদাতা:  মেট্রো যাত্রীদের সুবিধার্থে আগামী সোমবার (২৬ জুলাই) থেকে আপ ও ডাউন মিলিয়ে আরও ১২টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর ফলে সোম থেকে শুক্র ২০৮টি’র পরিবর্তে ২২০টি মেট্রো চলবে। ২২০টি’র মধ্যে আপ ডাউন মিলিয়ে ১৫০ টি মেট্রো রেল চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে।  সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের মধ্যে প্রথম ট্রেন পরিষেবা চালু হবে সকাল ৮-টার পরিবর্তে ৭.৩০ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৭.৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৮টায়। শনিবার প্রয়োজনীয় কর্মীদের জন্য রক্ষাণাবেক্ষণ বিশেষ পরিষেবায় আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৪টি ট্রেন চলবে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে সকাল ৮-টা থেকে বেলা সাড়ে ১১-টা পর্যন্ত প্রথম দফায় এই ট্রেন চলবে। বেলা সাড়ে তিনটে থেকে রাত ৭.৩০ মিনিট পর্যন্ত পরবর্তী পর্যায়ে এই ট্রেন চলবে । রবিবার সম্পূর্ণ ভাবে পরিষেবা বন্ধ থাকবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি । কোন টোকেন টিকিট দেওয়া হবে না।

Exit mobile version