Site icon Sambad Pratikhan

সংকটে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা

Advertisements

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:  করোনা প্রতিরোধে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে কোভিড সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ ও নিয়ম লাগু করেছে রাজ্য সরকার। জলপাইগুড়ি জেলা শাসকের ঘোষণা করা এই সংক্রান্ত এক  বিজ্ঞপ্তির ফলে কিছুটা সংকটের মধ্যে পড়েছেন এই জেলার অন্যতম পর্যটন স্থল চির সবুজ ডুয়ার্সের হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীগণ। সরকারের নির্দেশিত এই সার্কুলারের বিষয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করে গরুমারা টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের ছয় সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন গরুমারা টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সম্পাদক দেব কমল মিশ্র,  সহঃ সভাপতি শ্রী পরিমল রাউত, সহঃ সম্পাদকদ্বয়  শ্রীমতি মহাশ্বেতা রায় ও শেখ জিয়াউর রহমান, শ্রী এবং কার্যকরী কমিটির সদস্যদ্বয় রাজা ভট্টাচার্য ও শ্রী সৌমেন সরকার।

গরুমারা টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সম্পাদক দেব কমল মিশ্র বলেন সরকারী এই বিধিনিষেধে তাঁরা চিন্তিত তাঁদের আগামী ভবিষ্যত্‍ নিয়ে। তিনি বলেন তাঁরা জেলাশাসকের সঙ্গে দেখা করে এই সার্কুলার সম্পর্কে খুটিনাটি আলোচনা করেন এবং আরটিপিসিআর টেস্টের বদলে যদি রাপিড অ্যান্টিজেন টেস্টকে মান্যতা দেওয়া হয় এই বিষয়েই তাঁরা তাঁদের ডেপুটেশন জমা দেন মাননীয় জেলাশাসকের নিকট।  দেব কমল মিশ্র বলেন মাননীয় জেলাশাসক তাঁদের বক্তব্য খুব মনোযোগ সহকারে ও সহানুভূতির সাথে শোনেন এবং জানান, যেহেতু এটি ‘নবান্নর ‘ উচ্চ পর্যায়ের অর্ডার তাই তাঁর এটি পরিবর্তন করার অধিকার নেই,  তবে তাঁদের দাবি তিনিও উচ্চ পর্যায়ের আলোচনার জন্য পাঠাবেন এবং আগামীতে যদি বিধিনিষেধে কোনও রকম পরিবর্তণ হলে তিনি তা সরকারী সার্কুলার মাধ্যমে পুনরায় জানিয়ে দেবেন।

Exit mobile version