তিন হাজার গাছের চারা বিতরণ গঙ্গা মিশনের

ganga-missonনিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হুগলি জেলার রিষড়ায় রিষড়া মাড়োয়ারি যুবা মঞ্চ ও গঙ্গা মিশনের উদ্যোগে রিষড়া বাঙ্গুর পার্কে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসক বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, গঙ্গা মিশনের সচিব প্রল্হাদ রায় গোয়েঙ্কা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রল্হাদ রায় গোয়েঙ্কা বলেন, গঙ্গা বাঁচলে আমরাও বাঁচবো, কাজেই গঙ্গাকে বাঁচাতে অবিলম্বে গঙ্গাকে দূষণমুক্ত করে তুলতে হবে। তিনি বলেন গঙ্গাকে আমরা যখন মা বলি, তখন মাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের অর্থাৎ সকল নাগরিকদের। তিনি সকল নাগরিকদের কাছে আবেদন রাখেন সকলে মিলে এক হয়ে গঙ্গা নদীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে ও সকলকে এই বিষয়ে সচেতন করে তুলতে হবে।

new gif advtggnc-advt-6x4-for-web201251443_2052819018191856_7318174547572268134_nadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5

%d