Site icon Sambad Pratikhan

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই তৎপর বসিরহাটের একদল যুবক

Advertisements

সৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর তপন মজুমদারের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বিগত বছর গুলিতে দেখা গিয়েছে গ্রীষ্মকালে রাজ্য জুড়ে রক্ত সংকট দেখা যায। যার জেরে অনেক রোগীই বিপাকে পড়েন। বিশেষ করে থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা রক্ত ছাড়া বাঁচতে পারেন না। পাশাপাশি করোনা আবহতে রক্তের চাহিদা প্রচন্ড থাকে। তাই সেই সংকট মেটাতে উদ্যোগী হয়েছে বসিরহাটের একদল যুবক। তাদেরকে এই কর্মকান্ডে উৎসাহিত করতে রক্তদান শিবিরে হাজির হন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি। বসিরহাটের জেলেপাড়ায় এই রক্তদান শিবিরে রক্ত দান করেন প্রায় শতাধিক মানুষ।

Exit mobile version