১লা বৈশাখে বঙ্গ নির্বাচনী আবহ থেকে বহু দূরে রঙের খেলায় মাতলো দুঃস্থ শিশুরা

soumabhaসৌমাভ মণ্ডল: বঙ্গের নির্বাচনী আবহ থেকে বহু দূরে ওয়ার্ল্ড আর্ট ডে ও বাংলা নববর্ষে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের নিয়ে একটি অঙ্কন সংক্রান্ত ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন করল ন‍্যাশানাল আর্ট ক্লাব। বসিরহাট রেল স্টেশনের ২নং প্ল‍্যাটফর্মের পাশের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন হয়। বহু দুঃস্থ পরিবারের শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর্ট পেপারের উপর রঙ পেন্সিলের আঁকি বুঁকিতে শিশুদের সুপ্ত প্রতিভার প্রকাশ পাবে বলে মনে করেন উদ‍্যোক্তা তরুণ চন্দ। মনের মাধুরী মিশিয়ে শিশুরা তাদের মনের ভাব প্রকাশ করার জন‍্য রীতিমতো উচ্ছ্বসিত। ন‍্যাশানাল আর্ট ক্লাবের পক্ষ থেকে আর্টিস্ট তরুণ চন্দ বলেন, “বসিরহাটের পিছিয়ে পড়া শিশুদের অঙ্কনের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন‌্য আমাদের এই উদ‍্যোগ। বসিরহাটের অঙ্কন শিল্পীরা আমাদের সঙ্গে আছেন। ভোট আবহ থেকে দূরে থাকতে একমাত্র অঙ্কনই হল মাধ‍্যম যা মানুষকে বিভিন্ন দুশ্চিন্তা থেকে স্বস্তি দিতে পারে। আমরা এই ছবি গুলির মধ‍্য থেকে সর্বোৎকৃষ্ট ছবি গুলিকে পুরস্কৃত করব ও সব শিশুশিল্পীদের শংসাপত্র প্রদান করব।”

One thought on “১লা বৈশাখে বঙ্গ নির্বাচনী আবহ থেকে বহু দূরে রঙের খেলায় মাতলো দুঃস্থ শিশুরা

Comments are closed.

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading