Site icon Sambad Pratikhan

ভোটে জিতে বাংলায় ক্ষমতায় এলে এ রাজ্যকে ঢেলে সাজাবে বিজেপি- জে পি নাড্ডা।

Advertisements

ঞ্জয় মুখোপাধ্যায়: আজ থেকে শুরু হল বিজেপির ‘লক্ষ্য সোনার বাংলা’ । অভিনব এই অডিয়ো-ভিজুয়াল ইস্তেহারের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতার হেস্টিংসে বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয় থেকে এই ইস্তেহারের উদ্বোধন করলেন নাড্ডা। ইস্তেহারটি প্রকাশ করে জেপি নাড্ডা বলেন, “আমরা বাংলার ভাগ্য বদলে দেব। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের রাজত্বকে সমূলে বিনষ্ট করব আমরা।” সেই লক্ষ্যেই আগামী ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ঘুরবে ‘লক্ষ্য সোনার বাংলা’ লেখা ২৯৪ টি এলইডি  ভ্যান  ট্যাবলো। বাংলার ২ কোটি মানুষের পরামর্শ নিতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পৌঁছবে তারা। পাশাপাশি রাজ্যজুড়ে থাকবে ৩০ হাজার সাজেশন বক্স। সেখানে নিজেদের পরামর্শ দিতে পারবেন সাধারণ মানুষ। তার পরেই তিনি জানান, মনীষীদের দর্শনকে পাথেয় করেই তৈরি হবে সোনার বাংলা। বাংলার গৌরবময় ইতিহাস ফেরানোই যার প্রধান লক্ষ্য হবে। নাড্ডার কথায়, “আমরা সিন্ডিকেটরাজ রুখব। কাটমানি সংস্কৃতিকে শেষ করব। সপ্তম পে কমিশন, পিএম কিষাণ নিধি সম্মান, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বাংলার মানুষ। এদিন ইস্তেহার উদ্বোধন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “গোটা দেশে এখন ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে। দেশের ৮ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। এ রাজ্যও তার সুবিধা পেয়েছে।” নাড্ডার আশ্বাস,  ভোটে জিতে বাংলায় ক্ষমতায় এলে এ রাজ্যকে ঢেলে সাজাবে বিজেপি

Exit mobile version