Site icon Sambad Pratikhan

গ্রন্হাগারের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে সম্বর্ধিত কবি, সাহিত্যিক

Advertisements

শ্যামল কুমার সিংহ: বহুযুগের বহু মানুষের চিন্তাভাবনা ও আনন্দ বেদনার বিচিত্র  অনুভূতি  ধরা থাকে বইয়ের পাতায়। আর বইয়ের গুরুত্ব উপলব্ধি করেই মানুষ বই সংগ্রহ ও সংরক্ষণের কথা ভেবেই গড়ে তুলেছে গ্রন্হাগার। নদীয়া জেলায়  তারাপুর  সুরেশনগরে এমনই এক গ্রন্হাগার গড়ে তোলা হয়েছিল ঠাকুরমার স্মৃতিতে। এই হেমন্তবালা গ্রন্হাগার  এর রজত জয়ন্তী বর্ষ পালন উপলক্ষে নানান অনুষ্ঠান। গ্রন্হাগারকে সাজিয়ে তুলতে রঙের প্রলেপ পড়েছে দেওয়ালে। পুস্তক প্রকাশ,  কবি সাহিত্যিক সম্মাননা,  কবিতা পাঠের আয়োজন হলো।  রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা  করেন সাহিত্যিক তুষারকান্তি মুখোপাধ্যায়। উৎসব মঞ্চ হতে তুষার কান্তি মুখার্জীর  আমার নাম তারাপুর গ্রাম এবং বাসুদেব মন্ডল রচিত রাখী কাব্যগ্রন্হটি প্রকাশিত হলো। উপস্হিত ছিলেন তারাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান,  কবি মৃন্ময় ভট্টাচার্য,  সংগ্রাম মল্লিকসহ বিশিষ্ট জনেরা।

Exit mobile version