Site icon Sambad Pratikhan

রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো গ্রামের ছাত্র সমাজ

Advertisements

সৌমাভ মণ্ডল: করোনা আবহে দেশজুড়ে লকডাউন ছিল বহুদিন, বিশ্ববাসী ছিল ঘর বন্দী। এই সময় অনেক রক্তের চাহিদা সম্পন্ন মানুষ রক্তের অভাবে মারা যায়। রোগীর পরিজনরা বহু দিকে ঘুরে ঘুরে পাননি এক বোতল রক্ত, এই লকডাউন কত যে নৃশংস হতে পারে তা মানুষ দেখেছে। আর এই করণেই বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে গ্রামের হিরন্ময়, তন্ময়, সৌভিক, সুমনের ছাত্ররা এগিয়ে এলেন রক্তদান শিবিরের আয়োজনে। তাদের এই উদ‍্যোগে খুশি গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব‍্যক্তিরা। তাদের এই উদ‍্যোগের কথা শুনে তাদের উৎসাহিত করতে আসেন খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জি, বসিরহাট ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মাটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। ছাত্ররা জানায়, “এই মহামারীকালে নিরীহ মানুষদের দেখে আমাদের খারাপ লাগতো, দেখেছি কত মানুষ রক্তের জন‍্য হাহাকার করেছেন। তাই আমরা এই উদ‍্যোগ নিয়েছি। তারা আরও জানান এদিন ৫০ জনের বেশি মানুষ  রক্ত দিয়েছেন।” আর এক উদ‍্যোক্তা প্রকাশ রায় ও সুবীর গুপ্তরা জানান, গ্রামের ছাত্ররা যে এমন উদ‍্যোগ নিয়ে এগিয়ে এসেছে তাতে আমরা খুশি এবং তারা যাতে পরবর্তীতে এমন কাজ আবারো করে তার জন‍্য আমরা তাদের উৎসাহিত করব।

Exit mobile version