গুরুসদয় দত্ত রোডে বিধ্বংসী আগুন

Untitled

সঞ্জয় মুখোপাধ্যায়:  কড়েয়া থানার কাছে গুরুসদয় দত্ত রোডে গাড়ির যন্ত্রাংশের গুদামে বিধ্বংসী আগুন লাগল। পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই গুদাম ও আশপাশের আট থেকে দশটি ঝুপড়ি। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ৯ নম্বর গুরুসদয় দত্ত রোডের ওই গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন লাগে।গুদাম থেকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল কর্মীরা আসেন। দমকল দেরিতে আসার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এতে কারও প্রাণহানি হয়নি।

%d