Site icon Sambad Pratikhan

সুন্দরবনে আদিবাসী ও শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ তৃণমূল কংগ্রেসের

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, সংবাদ প্রতিখন: বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার ধামাখালিতে সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ, ভবঘুরে, ভাটার শ্রমিক ও আদিবাসী সহ প্রায় ২০০০ সুন্দরবনবাসীকে শীতবস্ত্র তুলে দিলেন সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শেখ শাহজাহান ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা। এদিনের এই মহতী উদ্যোগে মূলত মহিলা ও শিশুদের হাতে শীতবস্ত্র ও খেলনা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভাটায়  ও বিভিন্ন শ্রমিকের কাজ করেন; যাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তাদেরকে নদীমাতৃক এলাকার প্রচন্ড শীতে থেকে সুরাহা দিতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। সুন্দরবনের সন্দেশখালি বিধানসভা রায়মঙ্গল, বড় কলাগাছি, ছোট কলাগাছি ও বিদ্যাধরী সহ একাধিক নদী দ্বারা বেষ্টিত। এই নদীর পাড়ে যে সমস্ত মানুষ বাস করেন শীতকালে শীত বস্ত্র ছাড়া তাদের দিন কাটানো এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। তাই এদিন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুস্থ ভাটার শ্রমিকরা।

Exit mobile version