Site icon Sambad Pratikhan

সুন্দরবনের সংস্কৃতির এক টুকরো ছবি উঠে এলো সুন্দরবন গ্রামীণ মেলায়

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ১নং ব্লকের সরবেড়িয়া হাই স্কুল মাঠে শুরু হল সুন্দরবন গ্রামীণ মেলা। এই মেলায় সূচনা করেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান, সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শেখ শাহজাহান, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, হিঙ্গলগঞ্জের দেবেশ মন্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ও রাজ‍্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী সহ বিশিষ্টজনেরা। এদিন সরবেড়িয়া হাই স্কুল মাঠে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হয়। এই মেলায় যেমন সুন্দরবনের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরা হয়। পাশাপাশি প্রায় ২০০টি স্টল রয়েছে তার মধ্যে প্রায় ১০০টি স্টল সরকারি ভাবে দেওয়া হয়েছে। তাতে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও তথ্যচিত্র প্রদর্শনী হয়। এছাড়াও বিশেষ তাৎপর্যপূর্ণ এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি করা বিভিন্ন প্রজাতির ফুল। যেমন সূর্যমুখী, ডালিয়া, গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন বাহারি ফুলের রং বেরঙের ফুল শোভা পেয়েছে এই মেলায়।

Exit mobile version